
Soforon Foundation
Address
- 8/6, Segunbagicha
- Dhaka, Bangladesh
Dhaka, 27 February:
Shourav is not alone – Jannat, Rakib, Junaed, Saleh, and Zisan share the same agonies. Some were hit in the eyes, others lost parts of their limbs, and some still carry hidden bullets deep within their bodies. While their physical wounds have healed, their psychological scars have only deepened over time.
To help them overcome this turmoil within, Soforon Foundation and Songjog Foundation organized the ‘Nirban’ workshop. Held on Thursday, February 27, 2025, at the BRAC Center, Mohakhali, this day-long workshop emphasized the importance of mental well-being, self-care, and rehabilitation for the movement’s fighters.
The Chief Guests of the workshop were the Heroes of the July Uprising, who bravely sacrificed themselves for a discrimination-free, fair, and just society. While their battles on the streets may have ended, their psychological struggles persist.
Among the Guests of Honors were Rasheda K Choudhury, Executive Director of the Campaign for Popular Education and former Advisor to the Caretaker Government; Asif Saleh, Executive Director of BRAC; Shams Mahmud, Managing Director of Shasha Denims. Representing the host organizations, Shoumik P Datta, Vice Chairperson of Soforon Foundation and Engineer Imtiaz Ahmed, Co-founder of Songjog Foundation also shared their perspectives.
The discussions highlighted how the sacrifices of those who participated in the July Uprising have inspired the entire nation. The speakers also noted that today’s youth are more open in addressing mental health issues compared to previous generations. Both the guests and participants agreed that despite their differences, they must unite to address social injustices and challenges for the betterment of the nation and future generations.
Renowned mental health experts and researchers shared various guidelines during the workshop. The training sessions were conducted by Zohora Parveen, Clinical Supervisor of Health Equity Initiative (HEI) Malaysia and Brigadier General (Retd.) Md. Azizul Islam, Principal of US-Bangla Medical College. Imdadul Haque Talukder,PhD, Assistant Professor (Adjunct) of Psychology at North South University; and Raihana Sharmin, Lecturer of Psychology at the same university, facilitated & guided the participants throughout the workshop.
The Strategic Partner of the ‘Nirban’ workshop was the Campaign for Popular Education (CAMPE), and the Event Partner was Cognitively,Yours. The speakers emphasized the importance of supportive strategies, multi-stakeholder initiatives, and proper rehabilitation measures to ensure the mental well-being of the uprising’s fighters.
According to the organizers, ensuring the mental well-being of these selfless youth is crucial in building a just and exploitation-free Bangladesh. This workshop is part of an ongoing initiative to provide them with support and rehabilitation, enabling them to dream again and contribute to the creation of a new Bangladesh.
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি:
সৌরভ একসময় রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন। চোখে ছিল স্বপ্ন, কণ্ঠে ছিল প্রতিবাদের জোর। কিন্তু হঠাৎ উড়ে আসা কতগুলো বুলেটের গুলি তার জীবন তছনছ করে দেয়। সৌরভ আজও সেই বুলেটের ক্ষত বহন করে চলেছেন, শুধু শরীরে নয়—মনেও। অসহিষ্ণুতা, ঘুমের ব্যাঘাত, হঠাৎ বুক ধড়ফড় করা, অল্প শব্দেই চমকে ওঠা – সৌরভ এখনও মানসিকভাবে স্বাভাবিক হতে পারেননি। একসময় যিনি অন্যদের সাহস জোগাতেন, আজ নিজেই লড়ছেন এক অদৃশ্য যন্ত্রণার সঙ্গে।
সৌরভ একা নন। জান্নাত, রাকিব, জুনায়েদ, সালেহ, জিসান—তারা সবাই একই যন্ত্রণার সঙ্গী।বুলেট কারো চোখে লেগেছে , কারো আবার পায়ে লেগে কেটে ফেলতে হয়েছে একাংশ, কেউ শরীরের গভীরে ধারণ করছে লুকিয়ে থাকা বুলেট। শারীরিক ক্ষত শুকিয়ে গেলেও দিনেদিনে মানসিক ক্ষত গভীর থেকে গভীরতর হয়েছে।
তাদের এই মানসিক অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সফরন ফাউন্ডেশন ও সংযোগ ফাউন্ডেশন আয়োজন করে ‘নির্বাণ’ কর্মশালা। বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ব্র্যাক সেন্টার, মহাখালীতে দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় আলোচকরা আন্দোলনকারীদের মানসিক সুস্থতা, আত্ম-পরিচর্যা ও পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরেন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা, যারা নিজেদের সাহস ও আত্মত্যাগ দিয়ে ন্যায়ভিত্তিক সমাজের ভিত্তি গড়তে চেয়েছিলেন। কিন্তু রাজপথের লড়াই শেষ হলেও মানসিক যুদ্ধ এখনো চলছে।
আলোচনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক এবং তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, শাশা ডেনিমসের ম্যানেজিং ডিরেক্টর শামস মাহমুদ। সফরন ফাউন্ডেশনের ভাইস চেয়ারপার্সন সৌমিক দত্ত এবং সংযোগ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ তাদের বক্তব্য তুলে ধরেন।
বক্তাদের কথায় উঠে এসেছিল কিভাবে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আত্মত্যাগ পুরো দেশের মানুষকে সাহস দিয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে তরুণরা যে আগের প্রজন্ম নিয়ে আরও মুক্তভাবে চিন্তা করছে সে বিষয়টিও উঠে এসেছে অতিথিদের আলোচনায়। অতিথরা এবং কর্মশালায় অংশগ্রহণকারীরা একটি বিষয়ে একমত হয়েছেন, নিজেদের মধ্যে যত ব্যবধানই থাকুক না কেন দেশের জন্য এবং নিজেদের প্রজন্মের ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সমাজের অসংগতি এবং সমস্যাগুলো নিয়ে কাজ করতে হবে।
কর্মশালায় মনোবিজ্ঞনী ও মনোচিকিৎসকগণ দিনব্যাপী সর্বাধুনিক মনোবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে জুলাই অভ্যুথানে অংশগ্রহণকারীদের আত্নযত্ন নেয়ার পদ্ধতি শিখন ও তাদের মানসিক শক্তিকে দৃঢ়করণে লক্ষ্যে অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন।প্রশিক্ষক হিসেবে ছিলেন হেলথ ইকুইটি ইনিশিয়েটিভ (হেই) মালয়েশিয়ার ক্লিনিক্যাল সুপারভাইজর জোহরা পারভীন এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. ইমদাদুল হক তালুকদার এবং একই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রাইহানা শারমিন সম্পুর্ন কর্মশালাটি পরিচালনা ও সঞ্চালনা করেন।
‘নির্বাণ’ কর্মশালার স্ট্রাটেজিক পার্টনার ছিল গণসাক্ষরতা অভিযান এবং ইভেন্ট পার্টনার ছিল কগনিটিভলি ইউরস। কর্মশালায় আলোচকরা গণঅভ্যুত্থানের যোদ্ধাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক কৌশল, বহু-অংশীদারি উদ্যোগ, ও পুনর্বাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
আয়োজকদের মতে, বৈষম্যমুক্ত ও শোষণহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আত্মত্যাগী তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। তাদের জন্য এমন সহায়তা ও পুনর্বাসনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যেন তারা আবারও স্বপ্ন দেখতে পারে, গড়ে তুলতে পারে এক নতুন বাংলাদেশ।
© 2025 Soforon Foundation. All rights reserved.
Join us in creating a future where the heroes lead fulfilling lives.